রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে আলোকিত করছেন -হুইপ ইকবালুর রহিম এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব সরকার। তাই ক্রীড়াঙ্গনকে আলোকিত করতে নানা ধরনের সহযোগিতা দিয়ে আসছে। শুধু ক্রীড়াঙ্গন নয়, প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নে ছেয়ে গেছে। বিদ্যুৎ, যোগাযোগ, ব্যবস্থা, ক্রীড়া, স্বাস্থ্যসেবার উন্নয়ন বাস্তবে পরিনত হয়েছে। ২০৪১ সালের মধ্যে এ দেশে হবে উন্নত দেশের কাতারে উল্লেখ করে হুইপ বলেন, দেশের মানুষের কল্যানের জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। করোনা ভ্যাকসিন বিনামুল্যে দিয়ে এ দেশের মানুষের জীবন রক্ষার জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এদেশ আলোর মুখ দেখছে।
শনিবার দিনাজপুর স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে ও জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর জেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্ব্ েবক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, দিনাজপুর জেলা ক্রীড়া সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।
বিকেলে দিনাজপুর সদরে ৭৬তম ঐতিহ্যবাহী বাংলাদেশ চেরাডাঙ্গী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা কমিটির আয়োজনে কমিটির প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সেক্রেটারী সাহেদ জামানের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, জেলা চাউল কল মালিক গ্রæপের সভাপতি মোসাদ্দেক হোসেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, জেলা দোকানদার মালিক সমিতি সভাপতি জহির শাহ, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. জাকির হোসেন, সাধারন সম্পাদক এসএম জাকারিয়া জাকির, কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম প্রমুখ। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন মেলা কমিটি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে রেলের রানিং স্টাফদের অ্যালাউন্স প্রদানের অসম্মতি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

পল্লীশ্রী’র আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠানে সদর ইউএনও পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল¯্রােতে আনছে

রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ গেলো দুই সন্তানের জননীর

দিনাজপুর সুইহারী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান হিলারীউস ও সেক্রেটারী যোহন

বোদায়  চুরি করতে এসে  জনতার হাতে চার চোর আটক

বোদায় চুরি করতে এসে জনতার হাতে চার চোর আটক

ঠাকুরগাঁওয়ে টিসিবি’র পন্য বিক্রি কিনতে মানুষের দীর্ঘ সারি

বীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঠাকুরগাঁওয়ের তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বীরগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং চলমান

এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘মন পবন’ এর মোড়ক উন্মোচন এবং মৌলিক গানের অনুষ্ঠান সুরে সুরে মন পবন