রবিবার , ১২ মার্চ ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘মন পবন’ এর মোড়ক উন্মোচন এবং মৌলিক গানের অনুষ্ঠান সুরে সুরে মন পবন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১২, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ

দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘মন পবন’ এর মোড়ক উন্মোচন এবং তাঁর রচিত গানে শফিকুল ইসলাম বকুল এর সুরে মৌলিক গাণের অনুষ্ঠান ‘সুরে সুরে পবন’ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। ‘মন পবন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন উদ্বোধক এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি। আলোচক হিসেবে আলোচনা করেন অধ্যক্ষ আনারুল ইসলাম, দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, এ্যাডঃ হাজী সাইফুল ইসলাম, বিশিষ্ট কবি সাহিত্যিক মাসুদ মোস্তাফিজ, প্রবন্ধকার লায়লা চৌধুরী, দৈনিক উত্তরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ ও সুরকার শফিকুল ইসলাম বকুল। প্রথম পর্বের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন নিরঞ্জন হিরা ও রাজিয়া সুলতানা। এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার এর গানে সঙ্গীত পরিবেশন করেন এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, ডাঃ শহিদুল ইসলাম খান, হাসান আলী শাহ্, রেখা সাহা, ফরহাদ আহমেদ, শামীম আরা, ফিরদৌসার রহমান, রাবেয়া বাসরী, শফিকুল ইসলাম বকুল, পম্পি সরকার, মোকসেদ আলী, হাফিজা শারমিন সুমি, বিমান দাস, অনুরাধা শর্মা, প্রশান্ত কুমার রায়, শিমুল রানী কর্মকার, জাকিউল আলম দুলাল, স্বীকৃতি দাস, পলাশ দাস, মিতুল ভট্টাচার্য, এসএস সারোয়ার হোসাইন, বর্ণমালা ইসলাম, সাইদুর ইসলাম সবুজ, রাইয়া তাসনিম, দেদীপ্ত সরকার, অরুন চন্দ্র বর্ম্মন, সাধনা দাস (স্বাদ) ও নিতাই চন্দ্র রায়। বক্তারা বলেন, একজন নিবেদিত গান ও কবিতার মানুষ মাজহারুল ইসলাম সরকার। ‘মন পবন’ একটি গীতি কাব্যধর্মী গ্রন্থ। ২য় পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমল কুজুর ও মীর শিরিন আখতার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত