পীরগঞ্জ প্রতিনিধিঃ “যদি নিয়মিত ভাবে বই পড়, তবে অর্থের দিক দিয়ে নয় বরং জ্ঞানের প্রাচূর্যে হবে বড়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রবিবার (৫ ফেব্রুয়ারী) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। পৌর পাঠাগার ও বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘরের আয়োজনে পৌর পাঠাগার চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে পৌর পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন, আ’লীগ নেতা মোজাহারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, নাট্যকার গৌতম দাস বাবলু, পৌর পাঠাগারের গ্রন্থাগারিক এবং বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এর সভাপতি কবি আরফান আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন।