নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সম্প্রতি দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। প্রতিদিনিই কোথাও না কোথাও এসব দূর্ঘটনা ঘটছে। এতে অনেকের প্রাণ যাচ্ছে আবার অনেকেই আহত হচ্ছে। গত ৩ দিনে উপজেলা এলাকায় সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩ জন শিশু। গত সোমবার সন্ধ্যায় নবাবগঞ্জ-কাঁচদহ সড়কে গাজীপুর নামক স্থানে শ্যালো ইঞ্জিন দিয়ে চালিত একটি কাঠ বহনকারী ট্রলিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে ট্রলিটি উল্টে কাঠের চাপা পড়ে তার চালক উপজেলার জায়গীর পাড়ার সৈয়দ আলীর ছেলে রেজাউল করিম(৪০) নিহত হয়। এ সময় তার সহকারি শাহীন আলম আহত হয়। একই দিন দুপুরে অটোচার্জর ভ্যান চালাতে গিয়ে ভ্যান উল্টে রঘুনাথপুর গ্রামের রাজিমুল ইসলাম বুলুর ছেলে সাকিবুল হাসান(৮) নিহত হয়। গত শনিবার দুপুরে আফতাবগঞ্জ-স্বপ্নপূরী সড়কে পিকনিকের বাসের ধাক্কায় খানসামা উপজেলার সলসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে তাহমিদ(৪) নিহত হয়। একই দিন সন্ধ্যায় অটোচার্জারের চাপায় চেরাগগপুর গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে ইয়ামনি বেগম(৫) নামে এক শিশু নিহত হয়। উপজেলার সড়কগলোতে অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রামীন সড়ক গুলোতে ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করছে। যা সাধারণ মানুষের চলাচলে আতংক। সচেতন মহলের মতামত অবৈধ যানবাহনের বেপরোয়া গতিতে চলাচল প্রতিরোধ করা না গেলে দূর্ঘটনা যেমন ঘটতেই থাকবে তেমনি নিহতের ঘটনাও ঘটতে থাকবে।