দিনাজপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রæয়ারী বুধবার কাদের বকস মেমোরিয়াল কলেজ (কেবিএম) দিনাজপুরের আয়োজনে ও শরীর চর্চা বিভাগের সার্বিক সহযোগিতায় বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা ও সম্পাদনায় ছিলেন শরীর চর্চা শিক্ষক জায়েদী পারভেজ অপুর্ব। বসন্ত বরণ অনুষ্ঠানে ওপেন কনসার্টে সৈয়দপুর থেকে আগত ব্যান্ড শিল্পি বাপ্পি ও শুভ বসন্তবরণ অনুষ্ঠান মাতিয়ে তোলেন। এ ছাড়া স্থানীয় শিল্পিরা গান ও কবিতা পরিবেশন করেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কাদের বকস মেমোরিয়াল কলেজ (কেবিএম) দিনাজপুরের উপাধ্যক্ষ সরদার খুদরত ই খুদা, শিক্ষক জাহিদুল আলম শাহ, আব্দুল হাই সিদ্দিকি, আবু সালেক লিটন, তৌহিদুল আলম, অমিত চৌধুরী, মুর্শেদা পারভীন, মাহবুব আলম পলাশ, বদরুজ্জামান আরিফ প্রমুখ। স্টেজ সাজ সজ্জায় ছিলেন ঢল ইভেনমেনেজমেন্ট।