বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত চিরিরবন্দরের বুলবুল ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৫, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: বুলবুল সরকার (৩৫)। পেশায় একজন রাজমিস্ত্রি। পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ও সংসারের সুখ-স্বাচ্ছন্দ ও স্বচ্ছলতার জন্য রাজধানী ঢাকায় চলে যান। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন ঢাকার মেরুল বাড্ডা এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে তিনি বর্তমানে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছেন।
জানা গেছে, বুলবুল সরকার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের খামার জয়দেবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। দুই ছেলের জনক। বুলবুল সরকার পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি ঢাকার বাড্ডা থানার মেরুল এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত ৫ আগস্ট সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিল বের হলে তিনিও সেই মিছিলে যোগদান করেন। এসময় আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলিবর্ষণ করলে বুলবুল সরকারও গুলিবিদ্ধ হন। বুলবুল সরকারের বাম হাত ও ডান পায়ে গুলি লাগে। এসময় ছাত্র-জনতা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে এএমজেড হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর সেখান থেকে অসুস্থ অবস্থায় তার ভাইয়ের মাধ্যমে চিরিরবন্দর উপজেলার খামার জয়দেবপুর গ্রামে নিজ বাড়িতে ফিরে আসেন। তিনি গুলির আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে গত ৮ আগস্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এখন তিনি নিজ বাড়িতে শয্যায় দিন কাটাচ্ছেন। এতে তিনি তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। হাত-পা ভালো হবে নাকি পঙ্গু হয়ে সারা জীবন কাটাতে হবে।
এদিকে, গত ১২ আগস্ট বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা, উপজেলা আমীর প্রভাষক রাশেদুল হক, সাবেক উপজেলা আমীর লুৎফর রহমান, জেলা ওলামা বিভাগের সম্পাদক মাও. সাজেদুর রহমান, জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও. আফছার আলী প্রমূখসহ স্থানীয় নেতৃবৃন্দ আহত বুলবুল সরকারকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আহত বুলবুল সরকারের চিকিৎসার দায়িত্ব নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত