র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ ১ জন গ্রেফতার।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি দল ১৪ ফেব্রæয়ারী সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের উপশহর ৭/এ এলাকার পুরাতন বাবুর মিল এর মাঠের দক্ষিন পশ্চিম কোনে অভিযান পরিচালনা করে ৫৪০পিস নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ ১। মোঃ সবুজ রাসেল(৩৪), পিতা- মোঃ আবুল বাশার, সাং- উপশহর ৭/এ, ৯ নং ওয়ার্ড, দিনাজপুর পৌরসভা, থানাÑকোতয়ালী, জেলা- দিনাজপুর নামক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় পূর্বের আরো ২টি মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।