পাবনা জেলায় প্রেমিকার পিতাকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক অনিক শেখকে দিনাজপুরে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদস্যরা।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করেছে র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা।
আটক প্রেমিক মোঃ অনিক শেখ(২৪) পাবনা জেলা সদরের মধ্য জামুয়া শেখপাড়া এলাকার মৃত মোঃ ইয়াজুদ্দিন শেখ এর ছেলে।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১৩দিনাজপুরের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ দিনাজপুর।
র্যাব-১৩ দিনাজপুর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বরে পাবনা জেলার সদরের মধ্য জামুয়া শেখপাড়া এলাকায় প্রেমের ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকার পিতাকে হত্যা মামলার প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারী দিনাজপুরের সেতাবগঞ্জ হতে ঢাকাগামী বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সিআইডি, বাংলাদেশ পুলিশ পাবনা কর্তৃক অধিযাচন পত্রের প্রেক্ষিতে ১৬ ফেব্রয়ারী সকাল পৌনে ১০টার দিকে দিনাজপুর শহরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মোড় এলাকায় চেকপোস্টের মাধ্যমে তল্লাশি চালিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস হতে মূলহোতা মোঃ অনিক শেখকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আসামী মোঃ অনিক শেখ কিছুদিন ধরে পাবনা জেলা সদরের ভাড়ারা মধ্য জামুয়া ভদ্র পাড়ার মৃত ফরিদ মোল্লার কন্যা শাম্মি আক্তারকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করাসহ বিবাহ করার প্রস্তাব দিয়ে আসছিল। শাম্মি আক্তারের পরিবার এতে রাজি না হয়ে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। ফলে উক্ত গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে গত ২০২২ সালের ১৫ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শাম্মি আক্তার এর পিতা মোঃ ফরিদ মোল্লা স্থানীয় একটি মসজিদ হতে এশার নামাজ আদায় করে বাড়ী ফেরার পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে তাকে আটক করে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। উক্ত ঘটনাটি স্থানীয়ভাবে ও বিভিন্ন মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ভিকটিম এ মামলার বাদী। ওই ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত ঘটনায় তার সম্পৃক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে এবং হত্যাকান্ডের পর সে দিনাজপুর জেলার সেতাবগঞ্জে পালিয়ে আসে। ইতিমধ্যে উক্ত স্থানে অবস্থান করা তার জন্য নিরাপদ নয় মনে করে সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ১৬ ফেব্রæয়ারী দিনাজপুর জেলা হতে ঢাকার উদ্দেশ্যে অবস্থান পরিবর্তন করছিলো মর্মে জানায় র্যাব।