শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৪, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ

মধ্যপাড়া খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন কার্যক্রম অনির্দিস্টকালের জন্য বন্ধ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানীয়া করপোরেশন লিমিটেড (জিসিএল)।
বুধবার দিবাগত রাতে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানীয়া করপোরেশন লিমিটেড (জিসিএল) এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানায়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে পাথর খনির উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।
খনিতে উৎপাদন কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেন মধ্যপাড়া পাথর খনির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম।
খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি ও জিসিএল নোটিশে জানানো হয়েছে, কতিপয় শ্রমিক অন্যায় ও অযৌক্তিক দাবি তুলে জোরপূর্বক অন্যান্য সাধারণ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। ভূ-গর্ভে ও খনির অভ্যন্তরে অবৈধ ধর্মঘটে অংশ নিচ্ছেন। এতে খনিতে কর্মরত বিদেশি বিশেষজ্ঞরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। খনির যন্ত্রপাতি ও স্থাপনার ক্ষতির আশঙ্কা করছেন। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন প্রচেষ্টা চালানো হলেও শ্রমিকদের একটি অংশ কর্তৃপক্ষের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানায়। সেইসঙ্গে তারা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও নাশকতার আশঙ্কা সৃষ্টি করছেন। তাই খনি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বন্ধকালীন সময়ে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারার বিধান মোতাবেক কোনো শ্রমিক-কর্মচারী বেতন, ভাতা বা অন্যান্য সুবিধা পাবেন না। তবে, জরুরি দাপ্তরিক কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্রমিক-কর্মচারীদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী সময়মতো কাজে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকারা

হরিপুর থানায় মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী মারধরের অভিযোগ !

বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক প্রাপ্তি বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষনার্থীদের মাঝে জার্র্সি বিতরণ

চিরিরবন্দরে ড্রামট্রাক, ১০০কেজি গাঁজাসহ আটক ৩

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ

বিরল পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ

বিরল পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ

ঠাকুরগাঁওয়ে নৌকা প্রার্থীর পিতাকে কটুক্তি করায় প্রতিবাদ সভা

বীরগঞ্জের ঐতিহ্যবাহী আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাট পরিদর্শন