জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল” ঘঞঠ (এনটিভি) এর ২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনাজপুর জেলা প্রতিনিধির আয়োজনে ৩ জুলাই-২০২৫ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনটিভির দিনাজপুর স্টাফ রিপোর্টার ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, দিনাজপুর রোটারি ক্লাবের নব নির্বাচিত প্রেসিডেন্ট ও পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান মোঃ শামীম কবির, দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন ও সেক্রেটারি কামরুল হাসান রাসেল।
অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামারুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, কালের কন্ঠের জেলা প্রতিনিধি এমদাদ্লু হক মিলন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েল প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটেন উপস্থিত অতিথিবৃন্দ।