বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি স্কুলে শরীর চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের একজন সুন্দর মনের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। মাধ্যমিকের কমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি একটু আনন্দ বিনোদনের প্রয়োজন আছে। লেখাপড়া বোঝা হিসেবে চাপিয়ে দিলে হবে না। বর্তমান সরকারের শিক্ষানীতি সে ভাবেই প্রনয়ন করা হয়েছে। শিক্ষার বিভিন্ন কারিকুলাম নিয়ে গবেষনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, গত ১৪ বছর আগে স্কুল গুলোতে আনন্দ বিনোদন, খেলাধুলা ছিল না বললেই চলে। এখন প্রইমারী স্কুলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলা হচ্ছে সেটা পৃথিবীর মধ্যে সর্ব বৃহৎ টুর্ণামেন্ট । যা আমাদের মাঝে আশা জাগিয়েছে এবং তার প্রমান পেয়েছি মেয়েদের মধ্যে। এশিয়ার মধ্যে আমাদের মেয়েরাই চ্যাম্পিয়ন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সম্পাদক অধ্যাপক এটিএম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শম্মান প্রাঙ্গনে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সুবোদ চন্দ্র রায়, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।