ঘোড়াঘাট প্রতিনিধি \দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাস্তা পারাপারের সময় পিকনিক বাসের ধাক্কায় রেনতুস হেমব্রোম নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের মিশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেনতুস হেমব্রোম দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউপির ধানজুড়ি-কালিশহর গ্রামের পাউলুস হেমব্রোমের ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির আবিরের পাড়া গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে একটি পিকনিক বাস ঘোড়াঘাটের মিশন মোড়ে পৌঁছালে রাস্তা পারাপারের সময় রেনতুস হেমব্রোমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক লুইস হেমব্রোম বলেন, দুলাভাই বগুড়ার একটি ইটভাটায় কাজ করতেন। বাসে করে তিনি মিশন মোড়ে নামেন। রাস্তা পারাপারের সময় তিনি নিহত হন।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির এর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।