বৃহস্পতিবার , ৪ মে ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, নিহত -১ আহত-৩

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৪, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা খাওয়ার দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় -১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (০৪ মে) সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালান্দর চৌধুরী হাটে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ,ঠাকুরগাঁও জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সারোয়ার হোসাইন। নিহত মাসুদ রানা (৩৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ব দলিয়া গ্রামের বাসিন্দা। আহত হাসেম আলী, মোহাম্মদ শালিন ও ছালিন হোসেন একই গ্রামে থাকে। তারা পেশায় গরু ব্যবসায়ী। সারোয়ার হোসাইন বলেন, সিরাজগঞ্জ থেকে গরু কেনার উদ্দেশ্যে পঞ্চগড়ে ট্রাকযোগে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই একজন ব্যবসায়ী মারা গেছেন। বাকী তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত