বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জের হাটপাড়ায় একুশে ফেব্রুয়ারি উদযাপন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

মো: রেজাউল করিম (স্টাফ রিপোর্টার) :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণভাবে একুশে ফেব্রুয়ারি ২০২৩ উদযাপন করা হয়েছে।

শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত সফিউরসহ আরো অনেকে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল বর্ণমালা ও মায়ের ভাষা।

আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশ সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় স্বাধীন বাংলাদেশের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।

তারই ধারাবাহিকতায় পীরগঞ্জের হাটপাড়ায় একুশের প্রথম প্রহরে কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের পুষ্প অর্পণের মাধ্যমে শহীদের স্মরণ করে।

এসময়ে এইচ, কে উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক কামাল মস্তফার সঞ্চালনায় মো: আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: জিয়াউর রহমান (জিয়া) সংরক্ষিত সদস্য রেহেনা বেগম, কৃষি ডিপ্লোমার অধ্যক্ষ আব্দুল বারী, চন্দরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইকবাল হোসেন, হাটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, মশিউর রহমান, আব্দুল হক, আব্দুল লতিফসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ঠাকুরগাঁও