শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গুরুদাস তালুকদারের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন স্মৃতিরক্ষায় ভাস্কর্য নির্মাণের দাবি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

তেভাগা ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ কমরেড গুরুদাস তালুকদারের (১৮৯৬-১৯৮০) ৪৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে দিনাজপুরের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কমরেড গুরুদাস তালুকদার স্মৃতি পরিষদের উদ্যোগে দিবসটি উপলক্ষে বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গুরুদাস তালুকদারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, তেভাগা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, নাট্য সমিতি, কৃষক সমিতি, মহিলা পরিষদ, যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, খেলাঘর এবং বঙ্গবন্ধু পরিষদ।
এরপর কমরেড গুরুদাস তালুকদার স্মৃতি পরিষদের আহবায়ক রঞ্জন কুণ্ডুর সভাপতিত্বে এবং সদস্য নুরুল মতিন সৈকতের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন তেভাগা পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদ, সিপিবির সাবেক সভাপতিমন্ডলির সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন, সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, নীলফামারী জেলা সিপিবির সাবেক সভাপতি শ্রীদাম দাস, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, প্রগতি লেখক সংঘের সভাপতি অধ্যাপক জলিল আহমেদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোশাররফ হোসেন নান্নু, উদীচীর সভাপতি অধ্যাপক হাবিবুল ইসলাম বাবুল, মহিলা পরিষদের নেত্রী রতœা মৈত্র, কৃষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রমথেশ শীল এবং যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অমৃত রায়।
বক্তারা কমরেড গুরুদাস তালুকদারের স্মৃতিরক্ষায় দিনাজপুরের গুরুত্বপূর্ণ স্থানে একটি ভাস্কর্য নির্মাণের দাবি করেন। এছাড়া দিনাজপুরে একটি পাঠাগার স্থাপন এবং একটি প্রতিষ্ঠানের নামকরণেরও দাবি করেন বক্তারা।
আলোচনা সভাশেষে ফুলতলা শ্মশানে দিনাজপুর নাট্য সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মঞ্চাভিনেতা গুরুদাস তালুকদার-স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
গুরুদাস তালুকদার একজন স্বাধীনতা সংগ্রামী ও কৃষকনেতা। তাঁর জন্ম রংপুরের পীরগাছার মন্থনা এস্টেটের জমিদার পরিবারে ১৮৯৬ সালে। ১৯৮০ সালের ২২ ফেব্রুয়ারি জীবনাবসান ঘটে অকৃতদার বর্ষীয়ান আমৃত্যু এই বিপ্লবীর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

২৬০০ পাট চাষী বিনামূল্যে পেলেন বীজ ও সার

পীরগঞ্জে কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটা মালিককে জরিমানা

দিনাজপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা ও সনদপত্র প্রদান

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হরিপুরে আওয়ামী লীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন

পঞ্চগড়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দুরিকরণের দাবিতে অনশন পানি পান করিয়ে অনশন ভাঙ্গালেন জেলা প্রশাসক

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুলে অভিভাবক সমাবেশ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

রংপুরে আগামী ২ তারিখের মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চিরিরবন্দরে ড্রামট্রাক, ১০০কেজি গাঁজাসহ আটক ৩

৯ কিশোরকে ভারতে পাচারকালে গ্রেপ্তার-২