বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অংশীজনের সাথে অংশগ্রহণমূলক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্বিজিনাস এ্যান্ড ভালনারাব্ল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে হেক্স/ ইপার এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমবায় অফিসার তৌহিদুর রহমান, সহকারি উপজেলা সমাজসেবা অফিসার আবু তাহের, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হুমায়ুন কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ কাজী দিলশাদ মোস্তারী, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোনায়েম আলী, বীরগঞ্জ থানার এসআই তানভীর। স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মাহাবুবুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প অফিসার মোঃ রাজিউর রহমান রাজু ও উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুন।