মটরসাইকেল চলাচলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবিত বিভিন্ন নীতিমালা অযৌক্তিক ও জনবিরোধী দাবী করে তা সংশোধনের দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে দিনাজপুরের বাইকাররা ।শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মটরবাইকসহ এ মানববন্ধনে অংশ নেয় বাইকাররা ।
এসময় শহরে ৩০কি.মি কম গতিতে বাইক চলাচল,মহাসড়কে আরোহী পরিবহন করা যাবেনা ,মহাসড়কে ১২৬ সিসির নিচে ক্ষমতার মটরসাইকেল চলাচল করতে পারবে না,ঈদ-পূজার আগে পড়ে ১০দিন মহাসড়কে বাইক চলাচল নিষিদ্ধ ,এসব গ্রহণযোগ্য নীতিমালা নয় বলে বক্তারা দাবী জানান।মটরসাইকেল চলাচলে নিয়ন্ত্রণের নামে এসব নীতিমালা বাস্তবায়ন হলে হাজার হাজার কোটি টাকার শিল্প মটরসাইকেল শিল্পকে গলা চিপে ধরে দেশের অর্থনৈতিক অগ্রগতির গতি রোধ করা হবে বলে জানানো হয় ।এছাড়া পদ্মা সেতুতে বাইক চলাচল সচল রাখারও দাবী জানান বক্তারা ।
এসময় বক্তব্য রাখেন আরিফুল রহমান লিপন, মাহফুজ হাসান, খায়রুল আমিন, অভিজিত অভি, আসনান, মামুনুর রশিদ ।