মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও জাতীয় দিবস আজ। ৫০ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্থানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা।
দিনটি স্মরণীয় করতে যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে।
আজ ২৬ মার্চ শুক্রবার সকালে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে হরিপুর উপজেলা স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকালে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগ। পরে সকাল ১০ টার দিকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাফফর আহম্মেদ মানিক,ছয় ইউনিয়নের আওয়ামী লীগের নেত্ববৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা