মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত-৩

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৭, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়  দুই নারীসহ নিহত-৩

দিনাজপুরের তিন উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩জন।
গতকাল সোমবার সকালে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় দিনাজপুর সদরের গোপালপুরে ধিরিবালা (৬৫), বিরলের কাঞ্চন সেতু এলাকায় নওশের আলী (৬০) এবং চিরিরবন্দর উপজেলায় দুপুরে ট্রাক্টরের চাপায় বাইসাইকেল আরোহী আরজিনা বেগম (৩৭) নিহত হয়েছেন।
নিহতরা হলেন, ধিরিবালা (৬৫) দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের গোপালপুরের পুর্নচন্দ্র রায়ের স্ত্রী, নওশের আলী (৬০) দিনাজপুর শহরের চাউলিয়াপট্রির কাঞ্চন কলোনীর এবাদ আলীর ছেলে ও কাপড় ব্যবসায়ী এবং আরজিনা বেগম (৩৭) চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাঙ্গালশাহপাড়ার মোকছেদুল ইসলাম ছলির স্ত্রী।
কোতয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের গোপালপুরে সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় ধিরিবালা মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসাপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
শহরের কাঞ্চন সেতুর অপর প্রান্তে বিরল এলাকায় প্রায় একই সময়ে রাস্তা পারাপারে নওশের আলী নামে আরেক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। বিরল থানার ইনচার্জ রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করেন।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে ট্রাক্টর ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আহত আরজিনা বেগম (৩৭) নামে এক নারীকে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি গতকাল ৬ মার্চ সোমবার দুপুর আনুমানিক ২টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাটে রকির রাইস্ মিলের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি ধান বোঝাই ট্রাক্টর উপজেলার দেবীগঞ্জ বাজার থেকে চিরিরবন্দরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেলের আরোহী আরজিনা বেগম (৩৭) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন। আরজিনা বেগম চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাঙ্গালশাহপাড়ার মোকছেদুল ইসলাম ছলির স্ত্রী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। মরদেহে অন্য উপজেলার হাসপাতালে আছে। ওই থানার ক্লিয়ারেন্স পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বীরগঞ্জে আনন্দ র‌্যালি

দরিদ্র অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যাপী গাইনী ও মেডিসিন ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আমি প্রার্থী হয়েছি বলেই আপনাদের কদর বেড়েছে স্বতন্ত্র প্রার্থী তারিকুল

পীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলা সাহিত্য শীর্ষক সেমিনার

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক  সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কলিগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমিতে আদালতের ১৪৪ ধারা জারী !

বীরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের অন্তর্ভুক্তিকরণ সভা

“দিনাজপুরে ৯ দিন ব্যাপি পুরোহিত প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠান”

পঞ্চগড়ে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন