শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন উত্তরাঞ্চলে বিদ্যুৎ জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করবে —বিদ্যুৎ জ্বালানী খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১০, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরের ১৬জেলার মানুষ। আলোর মুখ দেখছে দেশের উত্তরাঞ্চল। পাশাপাশি একের পর এক মাইলফলকে পৌঁছাচ্ছে দেশ। এবার জ্বালানি সংকট কাটাতে ভারত থেকে পাইপলাইনে সরাসরি দিনাজপুরে আসছে ডিজেল।
ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন উত্তরাঞ্চলে বিদ্যুৎ জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান, দিনাজপুরের পার্বতীপুরে প্রকল্প এলাকা পরিদর্শনকালে বিদ্যুৎ জ্বালানী খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন, ফেন্ডশীপ পাইপ লাইনের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালটি হবে দেশের প্রথম আধুনিক অটোমেটিক এবং কম্পিউটারাইজ সিস্টেমের।
শুক্রবার দুপুরের দিকে পার্বতীপুর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে ফ্রেন্ডশীপ পাইপ লাইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব, ড. খায়রুজ্জামান মজুমদার, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ এবং পেট্রোবাংলার চেয়ারম্যান ননেন্দ্র নাথ সরকারসহ অন্যান্যরা।
একে যুগান্তকারী স্বপ্নের বাস্তবায়ন উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ডিজেল আমদানিতে ব্যারেল প্রতি ৫ দশমিক ৫০ডলার খরচ হবে বলেও জানান তিনি। আগে চট্টগ্রাম-খুলনা বন্দর থেকে সড়কপথে তেল আনতে প্রতি ব্যারেলে ব্যয় হতো প্রায় ১১ ডলার।
ভারতের নুমানীগড় রিফাইনারী স্টেশন থেকে ১৩১দশমিক ৫৭কিলোমিটার ভূগর্ভ পাইপ লাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে বছরে আড়াই থেকে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।এতে খরচ কমে আসার পাশাপাশি জ্বালানী নিরপত্তার ক্ষেত্রে বড় বলয় তৈরি হয়েছে। টার্মিনাল এবং ডিপোতে দুইমাসের জন্য কমপক্ষে ৪০হাজার লিটার জ্বালানী মজুদ রাখা নিশ্চিত হয়েছে। পাইপ লাইনে পার্বতীপুরে ডিজেল আমদানির ফলে কৃষি নির্ভর উত্তরাঞ্চলে চাষাবাদে লক্ষাধিক সেচ পাম্পে এবং সৈয়দপুরের পাওয়ার প্লান্টে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী সরবরাহ নিশ্চিত হবে।
চলতি মাসের ১৮মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যম আনুষ্ঠানিকভাবে পাইপ লাইনে জ্বালানী সরবরাহে উদ্বোধনের কথা রয়েছে। সরবরাহ শুরু হলে দীর্ঘদিনের জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরাঞ্চলের মানুষ।
স্থানীয়রা জানান, আমদানি শুরু এলাকার তেল সরবরাহ ভালো থাকবে। এছাড়া কৃষিখাতেও বিপ্লব ঘটবে বলে জানান তারা।
এ ব্যাপারে দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রæপের সহ-সভাপতি মেনহাজুল হক বলেন, পাইপলাইন চালু হলে তেল সংকট কেটে যাবে। পাশাপাশি কমবে পরিবহন খরচও।
ভারতের শিলিগুড়ি নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ও বাংলাদেশ মেঘনা পেট্রোলিয়ম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। নুমালীগড় রিফাইনারি থেকে পঞ্চগড় ও নীলফামারী হয়ে ১৩০কিলোমিটার পাইপলাইন দিয়ে সরাসরি পার্বতীপুরের রেলহেড ডিপোতে আসবে ডিজেল।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮সেপ্টেম্বর পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করেছিলেন তারা। এর আগে এব্যাপারে ওই বছরের ৯ এপ্রিল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।
বাংলাদেশ অংশের প্রকল্পিত ব্যয়ের পরিমান বিপিসি‘র নিজস্ব অর্থায়নে ৩০৬২৩.৩২ লক্ষ টাকা। পার্বতীপুরে নতুন রিসিপ্ট টার্মিনাল নির্মাণের জন্য ৪৮০০মেট্রিক টন ধারন ক্ষমতা বিশিষ্ট ৮টি ট্যাংক নির্মান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে ধানের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর দিনাজপুরে যারা নৌকার মাঝি হলেন

বীরগঞ্জে আওয়ামীলীগের নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

পীরগঞ্জ পৌরসভা ছাগল-ভেড়াকে পিপিআর ফ্রি ভ্যাক্সিন প্রদান

সেতাবগঞ্জে ব্যবসায়ীর উপর দূর্বৃত্তের হামলা ও টাকা ছিনতাই

আটোয়ারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

পীরগঞ্জে বিকাশ দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে তিন লাখ টাকা চুরি

বালিয়াডাঙ্গীতে পারিবারিক জমির ঘটনাকে কেন্দ্র করে মিথ্যার আশ্রয় নিয়ে হাসপাতালে ভর্তি

বাবুল সভাপতি নিরঞ্জন সম্পাদক পীরগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত