বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইবনু চৌধুরী ইন্তেকাল করেছেন। রবিবার বিকেলে শেখ হাসিনা ক্যান্সার হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি টিউমার ও ক্যান্সারসহ নানা রোগ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে মা, স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার আড়াইটায় মরিচা ইউনিয়নের চৌধুরীপাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থান দাফন করা হয়। ইবনু চৌধুরীর মৃত্যুতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল শোক প্রকাশ করে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।