রবিবার , ২৬ নভেম্বর ২০২৩ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর দিনাজপুরে যারা নৌকার মাঝি হলেন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৬, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহত্তর দিনাজপুরের (পঞ্চগড়.ঠ্কুরগাও ও দিনাজপুর) নৌকার মাঝি যারা হলেন—।
পঞ্চগড়-১ নাইমুজ্জমান মুক্তা, পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম. ঠাকুরগাঁও-৩ মোঃ ইমদাদুল হক, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক ।
পঞ্চগড়ে নৌকার মাঝি মুক্তা ও সুজন
পঞ্চগড় প্রতিনিধি\ অনেক নাটকীয়তার পর পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে নৌকার মাঝি হয়েছেন নাঈমুজ্জামান মুক্তা। তিনি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা। পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে পুনরায় নৌকার প্রার্থী করা হয়েছে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে। তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি। গতকাল বিকেলে প্রার্থীতা ঘোষণার সাথে সাথে দলীয় সমর্থকরা আনন্দ মিছিল বের করে।
এদিকে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ছয়টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ৪৪ জন। এরপর জেলায় শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কে বাদ পড়ছেন আর কে হচ্ছেন নৌকার মাঝি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণা করেন। এতে দিনাজপুরের ছয়টি আসনে বর্তমান কোনো সংসদ সদস্যই বাদ পড়েননি। সবাই পুনরায় মনোনয়ন পেলেন।
দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক
ঘোড়াঘাট (দিনাজপুর)ঃদিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন পেলেন বর্তমান এমপি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিক।
রোববার সকালে গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম ঘোষনা করেন।
জানা যায়, দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের ৯ জন নেতা নৌকার প্রতীকের জন্য মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ের পর বর্তমান এমপি শিবলী সাদিককে মনোনীত করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
দিনাজপুর-৬ আসন থেকে শিবলী সাদিক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এদিকে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি জানার পর দিনাজপুর-৬ আসনের নেতা কর্মীরা মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল বের করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময়সভা

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জন আটক

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

পলাশবাড়ী ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে ইউপি সদস্য প্রার্থীরা

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

পীরগঞ্জ নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত জেলে থাকায় উপস্থিত হতে পারেনি একজন

ছাত্র ইউনিয়ন নেতা রিংকুর উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

চিরিরবন্দরে জাতীয়তাবাদী ওলামাদলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

রাণীশংকৈলে একই রাতে ৭ দোকানে চুরি

রাণীশংকৈলে উপজেলা পরিষদের দায়িত্বে ইউএনও – পৌরসভায় এসিল্যান্ড