দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহত্তর দিনাজপুরের (পঞ্চগড়.ঠ্কুরগাও ও দিনাজপুর) নৌকার মাঝি যারা হলেন—।
পঞ্চগড়-১ নাইমুজ্জমান মুক্তা, পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম. ঠাকুরগাঁও-৩ মোঃ ইমদাদুল হক, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক ।
পঞ্চগড়ে নৌকার মাঝি মুক্তা ও সুজন
পঞ্চগড় প্রতিনিধি\ অনেক নাটকীয়তার পর পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে নৌকার মাঝি হয়েছেন নাঈমুজ্জামান মুক্তা। তিনি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা। পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে পুনরায় নৌকার প্রার্থী করা হয়েছে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে। তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি। গতকাল বিকেলে প্রার্থীতা ঘোষণার সাথে সাথে দলীয় সমর্থকরা আনন্দ মিছিল বের করে।
এদিকে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ছয়টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ৪৪ জন। এরপর জেলায় শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কে বাদ পড়ছেন আর কে হচ্ছেন নৌকার মাঝি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণা করেন। এতে দিনাজপুরের ছয়টি আসনে বর্তমান কোনো সংসদ সদস্যই বাদ পড়েননি। সবাই পুনরায় মনোনয়ন পেলেন।
দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক
ঘোড়াঘাট (দিনাজপুর)ঃদিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন পেলেন বর্তমান এমপি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিক।
রোববার সকালে গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম ঘোষনা করেন।
জানা যায়, দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের ৯ জন নেতা নৌকার প্রতীকের জন্য মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ের পর বর্তমান এমপি শিবলী সাদিককে মনোনীত করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
দিনাজপুর-৬ আসন থেকে শিবলী সাদিক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এদিকে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি জানার পর দিনাজপুর-৬ আসনের নেতা কর্মীরা মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল বের করে।