মোঃ মজিবর রহমান শেখ,
জাল জন্ম নিবন্ধন সনদ তৈরীর দায়ে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও জাল সনদ গ্রহনকারী ব্যক্তিকে কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সম্প্রতি গত ১৫ মার্চ বুধবার বিকেলে এ ২ জনের কারাদন্ডাদেশ প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উদ্যোক্তা মানিক চন্দ্র রায় (৩০) দীর্ঘদিন ধরে জাল জন্ম নিবন্ধন তৈরী করে তা সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জাল জন্ম নিবন্ধন সহ মানিক চন্দ্র রায় ও মেয়ের নিবন্ধন করতে আসা মোঃ জেল হক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমান পেয়ে উদ্যোক্তা মানিক চন্দ্র রায়কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা অর্থদন্ড ও মোঃ জেল হককে ১ হাজার টাকা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।