রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী চান তথ্য প্রযুক্তির আলোকে শিক্ষার্থীরা গড়ে উঠবে-হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৯, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব গড়ে তোলা হয়েছে উল্লেখ করে বলেন, ‘যার যোগ্যতা আছে, সে প্রতিযোগীতা মূলক বিশ্বে টিকে থাকতে পারে। আজকে চীন, জাপান, ফ্রান্স ও আমেরিকার ছেলে মেয়েরা যে শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের জ্ঞান-বিজ্ঞানে প্রতিনিধিত্ব করছে। প্রধানমন্ত্রী চান আমাদের দেশের ছেলে মেয়েরা সেই শিক্ষায় শিক্ষিত হোক। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে তৈরী করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। প্রধানমন্ত্রী এবং আমরা বিশ্বাস করি আমাদের ছেলে মেয়েদের সেই মেধা এবং যোগ্যতা দুটোই আছে।
শনিবার সকালে আদর্শ কলেজ প্রাঙ্গনে বিডিবিও সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান রংপুর আঞ্চলিক উৎসব-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় আমাদের শিক্ষার্থীরা পরিচিত হবে এবং সেই আলোকে গড়ে উঠবে। তারই ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আজকে এই জীব বিজ্ঞান উৎসব। ২০০৮ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন। তখন এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, ‘এই দেশ হবে ডিজিটাল, মানুষের জীবনমানের উন্নয়ন হবে’। তিনি তা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। গত ২০২১ সালে তিনি এই দেশকে মধ্যমায়ের দেশে উন্নতি করেছেন। করোনাকালীন সময়ে তিনি টিকা কার্যক্রমও ডিজিটাল পদ্ধতিতে চালিয়ে নিয়ে গেছেন। আমরা বর্তমানে ডিজিটাল বাংলাদেশে বাস করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় ২০৪১ সালের মধ্যে এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রশংসা করে হুইপ বলেন, একটা সময় ছিল। যখন শিক্ষার্থীকে দুই/এক মার্ক বাড়িয়ে দিয়ে পাশ (উত্তীর্ণ) করিয়ে দেয়া হতো। কিন্তু আজকের শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা চাই আমাদের ছেলে মেয়েদের সেইভাবে গড়ে তুলতে। যাতে তারা আমেরিকা, ফ্রান্স, চীনের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগীতায় অংশ নিয়ে বিজয়ী হতে পারে। একটা সময় এই রংপুর অঞ্চল মঙ্গাপিরিত ছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশে আমাদের রংপুর দিনাজপুর অঞ্চল দারিদ্রতা কাটিয়ে উঠেছে। এখন এই অঞ্চলের মানুষ জ্ঞান-বিজ্ঞান চর্চায় এগিয়ে গেছে।
বাংলাদেশ বায়ালোজি অলেম্পিয়াড এবং সমকালের আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন হয় দিনাজপুর আদর্শ কলেজে। হাবিপ্রবি আইকিউএসি’র পরিচালক ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, সমকাল দিনাজপুর জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, বায়ালোজি অলেম্পিয়াডের রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি এ.কে.এম জিয়াউর হক সিজার, সাইন্স একাডেমির সহ-সভাপতি আসাদুল্লাহ সরকার। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলি, দৈনিক সমকালের ফুলবাড়ী প্রতিনিধি আজিজুল হক সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী ওসি তানভীরুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট প্রমুখ।
দিনাজপুর সায়েন্স একাডেমীর আঞ্চলিক আয়োজনের এই উৎসবে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগীতা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও ল্যাব বাংলা। এতে অংশ নেয় রংপুর বিভাগের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় নয় শতাধিক শিক্ষার্থী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ওবিই কারিকুলা বাস্তবায়নের উপর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান

বীরগঞ্জে টি-টিন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রক্তদানে উৎসাহিত করতে দিনাজপুরে মেডিকেল ক্যাম্প

ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ! আটোয়ারীতে একজন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল !

বোদায় দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন

লকডাউনে চলছে হরিপুর সাব-রেজিষ্ট্রার অফিস, নেই কোনো সামাজিক দুরুত্বের বালাই

ইমাম প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

কাহারোলে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিও পরিদর্শনে- স্বাস্থ্যমন্ত্রী