ইমাম প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সাহেবরা
নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করবেন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ বলেছেন, ইমাম সাহেবদের মসজিদে এবং ইমামতির মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে আর্থ-সামাজিক উন্নয়নে নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতা রক্ষা করে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নিমার্ণ করছেন।
মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর ইমাম প্রশিক্ষণ একাডেমীর মিলনায়তনে ১১১০তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষন কোর্সের সনদ ও প্রাথমিক চিকিৎসা বাক্স বিতরণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষন একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ও দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দীন। ইমাম সাহেবদের পক্ষে বক্তব্য রাখেন চীফ মনিটর মাওলানা মোঃ মাসুদুর রহমান। হামদ-নাত পাঠ করেন মাওলানা মোঃ ফিরোজ ইসলাম। সঞ্চালক ও মোনজাত পরিচালনা করেন ধর্মীয় প্রশিক্ষক মাওলানা সাব্বির আহম্মেদ। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় রংপুর বিভাগের ৮ জেলা এবং জয়পুরহাট জেলা হতে আগত ১০০জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের মাঝে সনদ বিতরণ ও চিকিৎসা ব্যাগ বিতরণ করেন। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রশিক্ষন সহকারী আজাদ কালাম রনি।