বসতঘরের আগুনে পুড়ে দিনাজপুরে জাহানারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টা-৩টার মধ্যে দিনাজপুর সদর উপজেলার ধারীশাইল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মৃত জাহানারা বেগম (৬৫)দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউপি সংলগ্ন ধারীশাইল গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
নিহতের ছেলে জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা-৩টার মধে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। টিনের ঘর হওয়ায় আগুন দ্রæত ছড়িয়ে পড়ে। এসময় আমার মা ঘরে আটকা পড়েন। প্যারালাইসিস রোগী হওয়ায় তিনি ঘর থেকে বের হতে পারেননি। সেখানেই তিনি আগুনে পুড়ে মারা যান। বাড়ির কোনো কিছুই রক্ষা করতে পারিনি।
এ ব্যাপারে সদরের আস্করপুর ইউপির চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক এর সত্যতা নিশ্চিত করে জানান, ঠিক কিভাবে অগ্নিকান্ড হয়েছে তা নিশ্চিত নয়। রাত আনুমানিক ২টার দিকে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জাহানারা বেগম ঘরে আটকা পড়েন। তিনি প্যারালাইসিস রোগী হওয়ায় ঘর থেকে বের হতে পারেননি। সেখানেই তিনি আগুনে পুড়ে মারা যান।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, অগ্নিকান্ডে একজনের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।