মিজানুর রহমান, হরিপুর৷৷ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জহির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত সোমবার ( ২৮ জুন) সকালে উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা গ্রামে এ ঘটনা ঘটে।
জহির উদ্দিন একই গ্রামের মৃত মহর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার ফজরের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশে চাপধা পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু তাহের রেজা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরঙ্গজেব ঠাকুরগাঁও সংবাদকে জানান, পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।