সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ! নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২০, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ডাংগীর হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ পেতে ৩৭ শতক জমি লিখে দেওয়ার পাশাপাশি ৮ লাখ টাকা দিয়েছেন এক প্রার্থী। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে তার চেয়ে বেশী টাকার বিনিময়ে অন্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া সহ বিদ্যালয় মাঠে স্বপরিবারে মানববন্ধন করেছেন হাজেরা খাতুন নামক এক প্রার্থী। এদিকে অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়টির কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৮ নভেম্বর এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা দেন আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান।
মানববন্ধনে হাজেরা খাতুনের পরিবার দাবী করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও জব্বার মাস্টারের কথায় আয়া পদে নিয়োগ দেওয়ার জন্য ৮লাখ টাকা ও বিদ্যালয়ের নামে ৩৭ শতক জমি লিখে দেওয়া হয়েছে। তারপরেও প্রধান শিক্ষক আরো বেশী টাকা দাবী করেন। দিতে না পারায় এখন অন্য প্রার্থীকে বেশী টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার প্রক্রিয়া করছে। এসময় তারা নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার জোর দাবী জানান।
মানববন্ধনকারীরা বলেন, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক সহ নিয়োগ কমিটি কতিপয় প্রার্থীর কাছে মোটা অংকের টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য করছে। নাম মাত্র পরীক্ষা নিয়ে অবৈধভাবে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা চাকুরী থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন নিয়োগ দেওয়ার নাম প্রার্থীদের নিকট হতে অর্থ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছি। যারা অভিযোগ করছেন,তাদেরকে লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অবসরের যাওয়ার ছয় বছর পেড়িয়ে গেলেও গ্র্যাইচুটির টাকা পাননি পঞ্চগড় চিনিকলের ২৭৫ জন কর্মকর্তা-কর্মচারী

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে কাহিল উত্তরের তেঁতুলিয়া

আটোয়ারী উপজেলা প্রশাসন র্কতৃক আবারো ৪৪ শতাংশ খাস জমি উদ্ধার

ঠাকুরগাঁও জেলার বালিয়াতে জন্ম নেয়া আলামিনের স্বপ্ন পূরণ

ঘোড়াঘাটে মাসব্যাপী পাপোস তৈরি প্রশিক্ষন সমাপনী

বীরগঞ্জে কাল্ব এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর

​​​​​​​ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম-আফ্রিদি

চিরিরবন্দরে স্কাউটস ও বিজ্ঞান ক্লাব অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়ে সংক্রমণঝুঁকিতে টিকাদান কেন্দ্র

আটোয়ারীতে “বীর মুক্তিযোদ্ধা আব্দুস  সাত্তার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আটোয়ারীতে “বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন