রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৯, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ শুরু হয়েছে। এতে চারটি গ্রæপে অংশগ্রহণ করেছে মোট ১৫ টি দল।
রোববার সকালে দিনাজপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
উদ্বোধনী পর্বের আলোচনায় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, নিজের ক্রীড়া নৈপূন্য দেখিয়ে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে পরিচিত হতে হবে। কোন ভাবেই অ্যাম্পায়ারদের সাথে বিতর্কে জরানো যাবে না। নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে ২য় বিভাগ ক্রিকেট লীগ থেকে প্রথম বিভাগ ক্রিকেট লীগে উত্তীর্ণ হতে হবে। আমরা বিশ্বাস করি তোমাদের মধ্য থেকেও একটি লিটন দাস, দ্বীপ এর মত খেলোয়াড় তৈরি হবে এবং বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, ২য় বিভাগ ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আবু সামাদ মিঠু, সদস্য সচিব সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু, সংস্থার নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুণ প্রমুখ।
আলোচনা শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
চার গ্রæপে বিভক্ত অংশগ্রহণকারী ১৫টি দল হচ্ছে-‘ক’ গ্রæপে নবারুন ক্রীড়া চক্র, মৈত্রী সংঘ ও পাঠাগার, কাহারোল ইয়াং স্টার ক্রিকেট ক্লাব।‘খ’ গ্রæপে স্পাইডার ক্লাব, হাকিমপুর নবারুন সংঘ ও পাঠাগার, ব্রাদার্স ইউনিয়ন, বীরগঞ্জ স্পোর্টিং এসোসিয়েশন। ‘গ’ গ্রæপে আইসিসি, অফিস পাড়া ক্রীড়া চক্র, দিনাজপুর ক্রিকেট ক্লিনিক, নিমনগর স্পোর্টিং ক্লাব। ‘ঘ’ গ্রæপে জাগরণী ক্লাব, প্রজন্ম ক্রিকেট কোচিং সেন্টার, দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়, আরসিসি।
২য় বিভাগ ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আবু সামাদ মিঠু জানান, রোববার উদ্বোধনী খেলায় মাঠে নামে স্পাইডার ক্লাব বনাম হাকিমপুর নবারুন সংঘ ও পাঠাগার। ২০ ওভারের খেলায় টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব ক’টি উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে স্পাইডার ক্লাবের খেলোয়াড়রা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই ১১৪ রান সংগ্রহ করে ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে হাকিমপুর নবারুন সংঘ ও পাঠাগার। খেলায় অ্যাম্পায়ারের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম ও রতন আলী। এছাড়া তিনি জানান, ২০ মার্চ থেকে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে জেলা স্টেডিয়ামে।আগামী ৪ এপ্রিল ২০২৩ দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে চূড়ান্ত খেলা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাস্টার্সে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবীতে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচী পালন

মরিচা ইউপি’র সফল চেয়ারম্যান হেলাল চৌধুরী আবারও দলীয় মনোনয়ন চান

বীরগঞ্জে শব্দশর সাহিত্য সংগঠনের প্রথম বর্ষপূর্তি সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক বাংলাদেশ অনিবার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে স্কাউটস’র ত্রৈবার্ষিক কাউন্সিল নির্বাহী অফিসার যোবায়ের হোসেন সভাপতি

হাবিপ্রবিতে “ইউনিভার্সিটি র‌্যাংকিং ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ”শীর্ষক সেমিনার

পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬৫ বছরে ২০০ মানুষের কবর খুঁড়েছেন বীরগঞ্জের তহিদুল ইসলাম

বোচাগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত