রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৯, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ শুরু হয়েছে। এতে চারটি গ্রæপে অংশগ্রহণ করেছে মোট ১৫ টি দল।
রোববার সকালে দিনাজপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
উদ্বোধনী পর্বের আলোচনায় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, নিজের ক্রীড়া নৈপূন্য দেখিয়ে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে পরিচিত হতে হবে। কোন ভাবেই অ্যাম্পায়ারদের সাথে বিতর্কে জরানো যাবে না। নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে ২য় বিভাগ ক্রিকেট লীগ থেকে প্রথম বিভাগ ক্রিকেট লীগে উত্তীর্ণ হতে হবে। আমরা বিশ্বাস করি তোমাদের মধ্য থেকেও একটি লিটন দাস, দ্বীপ এর মত খেলোয়াড় তৈরি হবে এবং বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, ২য় বিভাগ ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আবু সামাদ মিঠু, সদস্য সচিব সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু, সংস্থার নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুণ প্রমুখ।
আলোচনা শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
চার গ্রæপে বিভক্ত অংশগ্রহণকারী ১৫টি দল হচ্ছে-‘ক’ গ্রæপে নবারুন ক্রীড়া চক্র, মৈত্রী সংঘ ও পাঠাগার, কাহারোল ইয়াং স্টার ক্রিকেট ক্লাব।‘খ’ গ্রæপে স্পাইডার ক্লাব, হাকিমপুর নবারুন সংঘ ও পাঠাগার, ব্রাদার্স ইউনিয়ন, বীরগঞ্জ স্পোর্টিং এসোসিয়েশন। ‘গ’ গ্রæপে আইসিসি, অফিস পাড়া ক্রীড়া চক্র, দিনাজপুর ক্রিকেট ক্লিনিক, নিমনগর স্পোর্টিং ক্লাব। ‘ঘ’ গ্রæপে জাগরণী ক্লাব, প্রজন্ম ক্রিকেট কোচিং সেন্টার, দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়, আরসিসি।
২য় বিভাগ ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আবু সামাদ মিঠু জানান, রোববার উদ্বোধনী খেলায় মাঠে নামে স্পাইডার ক্লাব বনাম হাকিমপুর নবারুন সংঘ ও পাঠাগার। ২০ ওভারের খেলায় টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব ক’টি উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে স্পাইডার ক্লাবের খেলোয়াড়রা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই ১১৪ রান সংগ্রহ করে ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে হাকিমপুর নবারুন সংঘ ও পাঠাগার। খেলায় অ্যাম্পায়ারের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম ও রতন আলী। এছাড়া তিনি জানান, ২০ মার্চ থেকে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে জেলা স্টেডিয়ামে।আগামী ৪ এপ্রিল ২০২৩ দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে চূড়ান্ত খেলা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্বাধীনতার ৫২ বছর পর শহিদ বুদ্ধিজীবী ডাঃ সুজাউদ্দীনের সমাধি সংরক্ষন কাজ শুরু

পীরগঞ্জে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

সিরিজ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা নববর্ষে পঞ্চগড়ের অমরখানা-বোদাপাড়া সীমান্তে এবারও হলোনা দু’বাংলার নাগরিকদের মিলনমেলা

ঠাকুরগাঁওয়ে ১৬ দফা দাবিতে আদিবাসী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

অনাহারী, অসহায়দের খাবার পৌঁছে দিচ্ছেন বীরগঞ্জের সোহেল আহমেদ

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্তের লক্ষ্যে যৌথ সভা

বীরগঞ্জে ২০তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত