সোমবার , ২০ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ভূট্রা চাষে বাজিমাত : ভাল ফলনের সম্ভাবনা ।

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২০, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে ভুট্টার আবাদ বাড়ছে। দাম ভাল পাওয়ায় ভুট্টা চাষে ঝুকছে কৃষকেরা। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা ঘুরে জানা যায়, আলফা সীডস্ ইন্টারন্যাশনাল কোম্পানীর আগাম রকেট-৫৫ জাতের ভূট্রার চাষ করে অধিক লাভের আশা করছেন চাষীরা। উচ্চ ফলনশীল ও গাছ মজবুত হওয়ায় এ জাতের ভূট্রা চাষে বেশি আগ্রহী হচ্ছেন তারা। আর কিছুদিনের মধ্যে ভূট্রা কর্তন শুরু হবে। প্রতি একরে ১৬০ থেকে ১৭০ মন ফলনের প্রত্যাশা করছেন কৃষকেরা। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা ও সদর উপজেলার নারগুন, মোহাম্মদপুর, চিলারং, বেগুনবাড়ী, সালন্দর, রাণীশংকৈল উপজেলার ধর্মগড়, কাশিপুর, হরিপুরের তালতলা, চৌরঙ্গী, ডাঙ্গীপাড়া, পাহাড়গাঁও, বীরগড়ে আগাম রকেট ৫৫ জাতের ভূট্রার মাঠ ঘুরে দেখা যায় সবুজে ছেয়ে গেছে। কিছু গাছে মোচা পরিপক্ক হচ্ছে। এবার চাষিরা ভালো ফলনের আশা করছেন। ধানের চেয়ে কম খরচে হয় ভুট্টার চাষ। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ ২২ থেকে ২৪ হাজার আর বিঘা জমিতে ভূট্রার দাম লাগে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি বছর ভূট্রা চাষের লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ৫শ হেক্টর নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৪০ হাজার হেক্টরেরও বেশি জমিতে। আবহাওয়া অনূকুলে ও পোকার আক্রমন কম থাকায় ভালো ফলনের আশা কৃষি বিভাগের। ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের ভূট্রা চাষী তালেব বলেন, প্রতি বছর বিভিন্ন কোম্পানীর ভুট্টা আবাদ করলেও এবার আলফা সীডস্ ইন্টারন্যাশনাল কোম্পানীর আগাম রকেট ৫৫ জাতের ভূট্রার চাষ করে অধিক লাভের আশা করছি।
রায়পুর ইউনিয়নের সামসুজ্জুহা বলেন, রকেট ৫৫ জাতের ভূট্রার আগা গোড়া সব সমান। ভূট্রার দানাও বেশ বড়। সে কারণে দেখে মনে হচ্ছে আমরা যে পরিমাণ ফলনের আশা করিছিলাম তার চেয়েও বেশি হতে পারে। আলফা সীডস্ ইন্টারন্যাশনাল কোম্পানীর মার্কেটিং অফিসার আব্দুস সালাম বলেন, শুধু ঠাকুরগাঁও নয় সারাদেশে আমরা ভূট্রার বীজ সর্বরাহ করা হয়েছে। রকেট ৫৫ জাতের ভূট্রার চাহিদা সবচেয়ে বেশি। চাষিরা একরে ১৮০ মন পযর্ন্ত ফলন পাচ্ছেন। আশা করি এ বছরের তুলনায় আগামী বছর রকেট ৫৫ জাতের ভূট্রার চাহিদা বৃদ্ধি পাবে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো: আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলাতেই ভূট্রা আবাদ বৃদ্ধি পেয়েছে। চাষিরা বিভিন্ন জাতের আগাম হাইব্রীড জাতের ভূট্রার চাষ করেছেন। চাষিরা ভূট্রা চাষে বেশি লাভবান হওয়ায় আবাদ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ থেকে যাবতীয় পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে। এ বছরও ভুট্টার বাম্পার ফলন হয়ে কৃষকেরা ন্যর্য্য মূল্য পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে কাহারোল সেতুসহ দেশের ১শ টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাথর খেকোদের করাল গ্রাসে ক্ষত বিক্ষত তেঁতুলিয়ার ডাহুক নদী বিনষ্ট হচ্ছে জীব বৈচিত্র, ধ্বংস হচ্ছে জমি-বাগান

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৫ জন করোনায় আক্রান্ত

পায়ে হেঁটে বিশ্বভ্রমণ শেষে দিনাজপুরে নেপালি যুবক

বিনোদন কেন্দ্র হয়ে দাড়িয়ে আত্রাই নদ আত্রাই নদে নৌকা ভ্রমনে দর্শনার্থীর ঢল

হাবিপ্রবিতে ২য় শেখ রাসেল স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে পরিত্যক্ত ঘরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন