রাণীশংকর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের ৫০ জন বাসিন্দার মাঝে বিনামূল্যের সবজি চারা ও বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার নেক মরদ মহেশপুর গ্রাম সহ আশপাশের কয়েকটি আশ্রয়ম প্রকল্পের বাসিন্দাদের মাঝে মিষ্টিকুমড়া লাউসহ ৬ ধরনের সবজির চারা ও লালশাক,পাটাশাকসহ ৫ধরনের বীজ বিতরণ করা হয়।
বিজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,উপসহকারী কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।