বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা এনজিও কর্মতৎপরতা সম্পর্কিত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরের অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি নেতৃবৃন্দ,রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।