বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর নমুনা ভোট বা মক ভোটগ্রহন প্রাথমিক পর্যায় সম্পন্ন করা হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট সম্পর্কে ধারাণা দিতে ওই মক ভোট গ্রহণ করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চলে। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান,সব কেন্দ্র পরিদর্শন করেন। মক ভোট সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান,যেহেতু বীরগঞ্জে ইভিএম এ ভোটগ্রহন এই প্রথম তাই ইভিএম সম্পর্কে সকল ভোটারদের মধ্যে ধারণা দিতে এই মক ভোটের আয়োজন করা হয়েছে এবং জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই- আলম। তিনি ভোটারদের ইভিএম সম্পর্কে বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেন ও মক ভোট প্রদানের নিয়ম শিখিয়ে দেন। উলেখ্য, আগামী ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে ৪৯ টি বুথে ভোট অনুষ্ঠিত হবে। এখানে ভোটার ১৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৫১৩ এবং মহিলা ভোটার ৮ হাজার ৩২ জন।