স্টাফ রিপোর্টার ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধান কাটা-মাড়াই যন্ত্রের(কম্বাইন হারভেস্টার) আঘাতে রোকেয়া বেওয়া (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পীরগঞ্জ উপজেলার ঘুঘুয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী। জানা যায় গত বৃহস্পতিবার বিকেলের দিকে বাড়ির পাশে ফসলের মাঠে কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটা মাড়াই কাজ চলছিল। এ সময় গরুকে খাওয়ানোর জন্য খড় (বিচুলি) সংগ্রহ করতে গিয়ে কম্বাইন হারভেস্টার যন্ত্রের আঘাতে গুরুতর আহত হয় । সাথে সাথে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আঃ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত রকেয়া ৬ জুন রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।