দীর্ঘদিন ধরে পলাতক থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্প।
গত মার্চ দিনাজপুর জেলার সদর থানাধীন আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনষ্টিক সেন্টারে কর্মরত অবস্থায় মোঃ মিজান (৪৩) পূর্ব শত্রæতার জের ধরে খুন হয়। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দিনাজপুর সদর থানায় মামলা করে। এই খুনের বিষয়টি তখন স্থানীয়ভাবে ও বিভিন্ন মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি মোঃ আরিফ হোসেন ঘটনার পর থেকেই পলাতক থাকে। মামলার তদন্তকারী অফিসার তার নামে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ আদালত তার নামে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতারের নিমিত্তে সিপিসি-১, দিনাজপুর ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আরিফ হোসেন (৩৬), পিতা- মোঃ রজব আলী, সাং-দাড়াইল, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।