বদলি জনিত বিদায় উপলক্ষে দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীকে রবিবার দুপুরে স্মৃতি স্মারক প্রদান করেছেন দিনাজপুর মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র(এমবিএসকে) এর নির্বাহী প্রধান সুলতানা রাজিয়ার নেতৃত্বে এমবিএসকের উপ-নির্বাহী প্রধান খালেদ মোশারফ হোসেন,সহকারী এইচ.আর অফিসার মোর্শেদা পারভীন মলিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।এসময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সামনের দিনগুলোকে শুভ কামনা জানিয়ে ফুলেল শুভেচ্ছাও জানান এমবিএসকের নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক,বলেন দিনাজপুরের মানুষ অনেক আন্তরিক ও কর্মমুখী।যেখানেই থাকি দিনাজপুরের মাটি ও মানুষের প্রতি আন্তরিকতা থেকেই যাবে।