শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৭, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৫ এপ্রিল-২০২৩ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সভার সভাপতি জেলা প্রশাসক শাকিল আহমেদ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালী সংস্কৃতিক একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালী অধ্যুষিত জনপদে সার্বজনীন ও সাম্প্রদায়িক ভাবে উৎসবটি পালিত হয়ে আসছে। ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয় ভাবে উদযাপন করা হচ্ছে। নানা উৎসব আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। বাংলা নববর্ষ উৎসব উদযাপনের লক্ষ্যে কর্মসূচী নির্ধারনে তিনি সকলের মতামত আহবান করেন। সেই সাথে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান এর সঞ্চালনায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে বিগত বছরের রিপোর্ট উপস্থাপন করা হয়। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন ডিডিএলজি মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব্স) আব্দুল্লাহ আল মাসুম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেছ হোসেন বাবলু, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিকুল হক ছুটু, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা মিন আরা পারভিন, জেলা শিশু একাডেমির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দীন বাচ্চু, রহমত উল্লাহ রহমত, শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, কে.বি.এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল করিম প্রমুখ। এসময় দিনাজপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচীর মধ্যে বাংলা নববর্ষ উপলক্ষ্যে পহেলা বৈশাখ সকাল ৯ টায় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এর সমাপ্তি হবে। এছাড়াও জেলা শিল্পকলা ও শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে এবং জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হবে। অপরদিকে বাংলা নববর্ষকে বরণ করতে দিনাজপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজ উদ্যোগে দিবসটি পালন করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের সায়মা পারভেজ রিসোর্ট বিনোদন প্রেমীদের পদচারনায় মুখরিত

বীরগঞ্জে আমের বাম্পার ফলন হলেও লিচু ফলন নিয়ে আশঙ্কা রয়েছে

রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

মহিলা কলেজের শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চ, ক্যাম্পাসে খাওয়াদাওয়া

রাণীশংকৈলে গাছ থেকে পড়ে ৫ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

পঞ্চগড় জেলায় আশ্রয়ণের বাসিন্দা ৪৮৫০ পরিবারে চলছে কর্মসংস্থানসহ দক্ষতা উন্নয়নের কার্যক্রম

রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনে দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন

হরিপুরে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন