শুক্রবার , ১১ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলায় আশ্রয়ণের বাসিন্দা ৪৮৫০ পরিবারে চলছে কর্মসংস্থানসহ দক্ষতা উন্নয়নের কার্যক্রম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১১, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ ৩য় ধাপে ভ‚মিহীন-গৃহহীনমুক্ত ঘোষিত পঞ্চগড় জেলায় চার হাজার ৮৫০টি পরিবারে এখন চলছে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষণের কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। আশ্রয়নের বাসিন্দাদের নানামুখী উদ্যোগের ফলে জীবনযাত্রা বদলে গেছে। তাদের কর্মমূখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হয়েছে। তাদের সন্তানরা এখন স্কুল-কলেজে যায়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষ, খাদ্য পাবে,আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। সেই স্বপ্ন বাস্তবায়ন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। গতকাল বুধবার সকালে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে দেশের আরো ২২ হাজার ১১০ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান হস্তান্তর উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন। অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে মাগুড়া ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় ও সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) সেগুফতা মেহনাজ।
আটোয়ারী
আটেয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও ভার্চুয়ালী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ ধাপে (২য় পর্যায়) জমিসহ গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা করেছেন উপজেলা প্রশাসন। এ উপলক্ষে পরিষদের কনফারেন্স রুমে বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের আগে উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) শায়লা সাঈদ তন্বী, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, ওসি মোঃ সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ , মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগ আপ্লুত কণ্ঠে স্বাগত বক্তব্য রাখেন আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিংগিয়া এলাকার উপকারভোগী মোঃ আলিম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, উপকারভোগী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, “মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষনাকে সামনে রেখে ইতোমধ্যে আটোয়ারী সহ পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী দেশের আরো ১২৩ টি উপজেলার ২২,১০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও