মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১১, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দশমাইল-রংপুর মহাসড়কের রানীরবন্দরে কলেজ মোড় নামকস্থানে মালবোঝাই অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বাইসাইকেল চালক প্রশান্ত কুমার দাস (১৫) নামে এক স্কুলছাত্রের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্প্রিড ব্রেকার নির্মাণের দাবিতে প্রায় আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুইদিকে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দূরপাল্লার যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এ সড়ক দূর্ঘটনাটি গতকাল ১১ এপ্রিল মঙ্গলবার প্রায় সকাল ৭টায় উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের দশমাইল-রংপুর মহাসড়কের রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজ মোড় নামকস্থানে ঘটেছে। নিহত প্রশান্ত কুমার দাস (১৫) আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের ক্ষেণপাড়ার শ্যামল চন্দ্র দাসের ছেলে এবং আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রশান্ত কুমার দাস লক্ষীরানী দাসকে সাথে নিয়ে নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে প্রাইভেট পড়ার জন্য আসতেছিল। এসময় তারা কলেজ মোড় নামকস্থানে পৌঁছলে সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি দ্রুতগামী অজ্ঞাতনামা মালবাহী ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে প্রশান্ত রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সড়ক দূর্ঘটনায় প্রশান্তর মৃত্যু সংবাদ জানাজানি হলে বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীরা কলেজ মোড়ে এসে সমবেত হয়ে স্প্রিড ব্রেকার স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ করে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি পুরণের আশ্বাস দিলে সকাল প্রায় সাড়ে ৯টায় অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এরপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ নিহত প্রশান্তর বাড়িতে গিয়ে তার পিতামাতাসহ অন্যান্যদের সান্ত্বনা প্রদান করেন।
আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস জানান, প্রশান্ত আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের ক্ষেণপাড়ার শ্যামল চন্দ্র দাসের ছেলে এবং আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। সকালে প্রাইভেট পড়ার জন্য সে বাইসাইকেলে করে বাড়ি থেকে আসার পথে দূর্ঘটনার স্বীকার হয়।
দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ননী গোপাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

শেখ হাসিনা হৃদয় দিয়ে ধর্মকে ধারণ করেন বলেই বাংলাদেশে আজকের এই দৃশ্যমান অবয়ব -মনোরঞ্জন শীল গোপাল

পার্বতীপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

তেঁতুলিয়ার ইউএনও’র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর মৃত্যু ইউএনওসহ ৩ আহত

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে হাবিপ্রবিতে বর্ণিল আয়োজন

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

খানসামায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

খানসামায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ফুলবাড়ীতে পিকাপসহ চার ডাকাত আটক

হাবিপ্রবিতে “ডিজিটাল স্ট্রেটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল)” বিষয়ক কর্মশালা