শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৫, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে  বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএসএফের ছোড়া মাল্টিপল রাবার বুলেটের আঘাতে রবিউল ইসলাম (৫৪) নামে এক বাংলাদেশি কৃষক গুরুত্বর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ভারিয়া পাড়া সীমান্তের ৪১৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। আহত কৃষক রবিউল ওই এলাকার ঝড়ু মোহাম্মদের ছেলে।
বিজিবি, আহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারিয়া পাড়া সীমান্ত এলাকায় নিজ মরিচ ক্ষেতের পাশের জমিতে পলিথিন কাগজে পাঁকা মরিচ শুকাতে দেন রবিউল ইসলাম নামে স্থানীয় এক কৃষক। এসময় ভারতের ধনীর হাট বিএসএফ ক্যাম্পের ৫/৬ জন সদস্য এসে ওই কৃষকের মরিচ তুলে নিয়ে যেতে শুরু করে। এ সময় বাঁধা দিলে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের মাথায় মাল্টিপল রাবার বুলেট ছোঁড়ে। মাথা ও ডান চোখে আঘাত পেয়ে ঘটনাস্থলে মাটিয়ে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন তিনি। পরে পরিবারের সদস্যরা এসে কৃষক রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, ওই কৃষক ডান চোখে গুরুত্বর আঘাত পেয়েছেন। পুরো চোখ ও আশপাশ ফুলে গেছে। মাথা ও মুখে মাল্টিপল রাবার বুলেটের আঘাত দেখা যাচ্ছে। তার রক্তক্ষরণও ভালই হয়েছে। আমরা তার প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। যেহেতু আমাদের এখানে চোখের ভাল চিকিৎসা নেই। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মীরগড় কোম্পানী কমান্ডার আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়ে সোনাপাতিলা ক্যাম্পের মাধ্যেমে ভারতের ধনীরহাট ক্যাম্পের সাথে পতাকা বৈঠক করেছি। আগামীকাল (শুক্রবার) কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

হরিপুরে স্কুলের ভবন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

খানসামায় ডাম্পট্রাক-মোটরসাইকেল মুখোমুখি  সংঘর্ষে নারী নিহত, শিশু আহত

খানসামায় ডাম্পট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, শিশু আহত

দিনাজপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

পল্লীশ্রী’র উদ্যোগে  পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

পল্লীশ্রী’র উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

রাণীশংকৈল পৌরসভা নির্বাচন রাজনৈতিক দলগুলোর ফ্যাক্টর স্বতন্ত্র প্রার্থীরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পাপোশ কারখানায় ভাগ্য বদল দম্পতির !

পবিত্র ্ঈদ উল আযহা উপলক্ষে দিনাজপুরে নি¤œ আয়ের মানুষের মাঝে টিসিবি“র পণ্য বিতরণ কার্য্যক্রম শুরু

রাণীশংকৈলে সংবেদনশীল সভা

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু