রবিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় (পিকেএসএফ) পল্লীশ্রী সংগঠন কতৃক পরিচালিত সমৃদ্ধি কর্মসূচী, ০২ নং ফরক্কাবাদ ইউনিয়ন বিরল দিনাজপুর এর আয়োজনে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরীর লক্ষ্যে সমৃদ্ধি কর্মসূচীর বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ চারা গাছ বিতরণ করা হয়। উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্টিত হয় ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। চারা গাছ বিতরন অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন ২নং ফরক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এ.বিএম রাশেদুল কবির রনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব আবু সাইদ, ইউপি সদস্য মো: কেতাবুল ইসলাম ১নং ওয়ার্ড, ইউপি সদস্য ২ ও ৩ নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান এবং নারী ইউপি সদস্য ফাউজিয়াসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচীর পক্ষে উপস্থিত ছিলেন কর্মসূচী সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচী, পল্লীশ্রী। অতিথিগন শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, গাছ লাগান, স্বপ্ন বুনুন। তাই আমাদের প্রতিটি পরিবারে যেটুকু জায়গা রয়েছে সেখানে গাছ লাগানো উচিৎ, কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। সারা পৃথিবীজুড়ে যেভাবে তাপদাহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে ও পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে তার একটি বড় কারন হচ্ছে বনায়ন ধ্বংস ও গাছ কেটে ফেলা। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর ফরক্কবাদ ইউনিয়ন কর্ম এলাকার ৯টি ওর্য়াডে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরীর লক্ষ্যে মোট- ৩০টি বৈকালিক সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের ৭৬০ জন শিক্ষার্থীর মাঝে ১৫২০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণের জন্য পর্যায় ক্রমে বিতরণ করা হয় । কার্যক্রমটি সফল ভাবে বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা স্বাস্থ্য কর্মকর্তাগন দ্বায়িত্ব পালন করেন এবং পুরো কার্যক্রমটি সমন্বয়কের দ্বায়িত্বে ছিলেন সমৃদ্ধি কর্মসূচী সম্বনয়কারী মাহফুজা নাজনীন।