পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে রবিবার বিকালে পীরগঞ্জ পৌর শহরের উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় চত্বরে ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়।
এ সময় উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা দবিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি ও ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ভাইস পেন্সিপাল ফয়জুল ইসলাম, পীরগঞ্জ পৌর জাতীয় পার্টির আহŸায়ক অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাহাফুজুল হক হিরা, খনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহাবুব জামিল, সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম. উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহŸায়ক আশরাফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়, জাপার নেতা ও ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আমীর আলী, পৌর কাউন্সিলর কামরুজামান, ইউনিয়ন নেতা শুকুর উদ্দিন কালু প্রমূখ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।