শনিবার , ২৫ মে ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীকে সংবর্ধনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৫, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আফছার আলীকে সংবর্ধনা প্রদান করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক।
বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে বোচাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আফছার আলীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারন শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নব-নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীকে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন দ্বিতীয় পর্যায়ে বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আফছার আলী (ঘোড়া প্রতীক) ৪৬ হাজার ৩ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. জুলফিকার হোসেন (আনারস প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৪ শত ৮ ভোট।

সর্বশেষ - ঠাকুরগাঁও