বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে এডিসি (সার্বিক) শব্দ দূষণের উৎসগুলো বন্ধ করার পাশাপাশি সকলকে সচেতন হতে হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৭, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান বলেছেন, শুধু আইন দিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রন করা সম্ভব নয়- এর জন্য চাই সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন। শব্দ দূষণের উৎসগুলো বন্ধ করার পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে। এ ব্যাপারে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে কাজ করতে হবে।
“সুরক্ষিত শ্রবণ- সুরক্ষিত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ এপ্রিল বুধবার পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও প্রজেক্টরের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম সামিউল আলম কুরসী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল্লাহ আল মাসুম, হাবিপ্রবি’র কৃষি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ শোয়াইবুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মুহাম্মদ শরীফ, দিনাজপুর ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মোঃ আতাউর রহমান, সাংবাদিক গোলাম নবী দুলাল, তনুজা শারমিন তনু, রামকৃষ্ণ আশ্রমের স্বামী সমানন্দ মহারাজ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মোঃ রমজান আলী,। পরিবেশ অধিদপ্তর দিনাজপুরে সহকারী পরিচালক একেএম সামিউল আলম কুরসী বলেন, শব্দ হচ্ছে একটি তরঙ্গ। শব্দ দূষণ যা প্রানীর নার্ভাস সিস্টেমকে ক্ষতিগ্রস্থ করে। শ্রবন শক্তি হ্রাস ও স্থায়ী ভাবে নষ্ট হয়, শিশুর মেধা বিকাশ ব্যহত হয়। তাই এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে যানবাহনের হর্ণের অযথা ব্যবহার, নির্মাণ কাজের যন্ত্রের শব্দ, শিল্প কারখানার শব্দসহ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, মসজিদ-মন্দিরের সামনে অযথা হর্ণ বাজানো থেকে বিরত থাকতে সকলকে সচেতন করতে হবে। মনে রাখবেন, শব্দ দূষণ থেকে ৩০টি কঠিন রোগ হতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

দিনাজপুরে আইডিয়াল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালী ও আলোচনা সভা

​ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্রই একমাত্র সমাধান: বাইডেন

ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত !

খানসামায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনীতে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে বিএনপি নানা রকম মিথ্যাচার ছড়াচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে নিরাপদ সড়ক দিবসে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি পালন

কাহারোলে নৃ-তাত্তিক জনগোষ্ঠীর বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন এমপি গোপাল

১২ বছরেও ছাত্রলীগের কমিটি নেই:, দায়সারাভাবে প্রতিষ্ঠাবাষিকী পালিত