পীরগঞ্জ প্রতিনিধি || “ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল চত্তর থেকে র্যালী বের করা হয়। পরে হাসপাতাল ভবনে বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,উপজেলা স্বাস্খ্য কর্মকর্তা আব্দুল জব্বার,পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক একরামুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান্দ বানু, পীরডাঙ্গি মাদরাসার প্রিন্সিপাল আব্দুল্লা, প্রকৌশলী (অব) জবাইদুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম,সাবেক ব্যাংকার দবিরুল ইসলাম,দক্ষিণ বথপালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপাল ফয়জুল ইসলাম।