শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সারি ধরম ট্্রাষ্ট গঠন বিষয়ে দিনাজপুরে আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৯, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ সারি সারণা গাঁওতার নাম সংশোধন ও বাংলাদেশ সারি ধরম ট্্রাষ্ট গঠন বিষয়ে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সারি সারণা গাঁওতা‘র আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক চুন্নু টুডু।
সভায় সংগঠনের বিভিন্ন দিক তুলে সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সারি সারণা গাঁওতা‘র উপদেষ্টা অধ্যাপক গনেশ সরেন,যুগ্ম আহবায়ক নরেশ হেমব্রম,ধর্ম বিষয়ক প্রচারক রমেশ হাসদা,ধরম বিষয়ক লেখক ও গবেষক হাবিল মার্ডি,সাঁওতাল ভাষা সংস্কৃতি ও উন্নয়ন কমিটির আহবায়ক সুবাস মূর্মূ ।
সভায় র্দীর্ঘক্ষন সংগঠনের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে সবাই ব্যাপক আলোচনা করেন এবং পরবর্তীতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সারি-সারণা গাঁওতার নাম পরিবর্তন করে বাংলাদেশ সারি ধরম গাঁওতা এবং বাংলাদেশ সারি ধরম ট্রাস্ট গঠন করার সিদ্ধান্ত গ্রহন করেন। আলোচনা সভায় বক্তারা, প্রবীণ নেতৃত্বের কাছে আগামীতে নিজেদের সাংগঠনিক পরিধিকে সম্প্রসারিত ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষে দিক নির্দেশনামুলক মতামত প্রত্যাশা করেন।
দিনব্যাপী আলোচনার পর সর্বসম্মতিক্রমে চুন্নু টুডুকে সভাপতি এবং নরেশ মার্ডিকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ট্্রাষ্টি র্বোডের কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন,সহ সভাপতি দুলাল হাঁসদা ও মানিক মূর্মূ, ক্যাশিয়ার সুবাস মূর্মূ, কার্য্যকরী সদস্য রমেশ হাঁসদা,হাবিল মার্ডি,সুনিল হাঁসদা,অমল টুডু,প্রদীপ হেমব্রম,অকিল হেমব্রম ও রবিন মূর্মূ এবং সাধারন সদস্য হিসেবে রয়েছেন রতœ প্রিয়া সরেন,বাদল মূর্মূ,রাশেদা মার্ডি.লাবু বেসরা,রুবেল টুডু,মনিরাজ হেমব্রম ও রাজেন মার্ডি।
ধর্মীয় নানাবিধ কর্মকান্ডকে সম্প্রসারন ও সম্ভবনার বিষয়গুলো উপস্থাপনার মধ্যদিয়ে সুনিল হাঁসদা আলোচনা সভাটি সঞ্চালনা করেন। বাংলাদেশ সারি সারণা গাঁওতার নাম সংশোধন ও বাংলাদেশ সারি ধরম ট্্রাষ্ট গঠন বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দিনাজপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু

দিনাজপুরে বিশাল নৌবহরে কান্তজীউ বিগ্রহ নৌপথে রাজবাড়ীর মন্দিরে

ফেন্সিডিল বহনকালে মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর হলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক মতিউল ইসলাম

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে কিশোরী গনধর্ষণের শিকার ঃ গ্রেফতার-২

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত আহত ২

হরিপুরে ইউপি সচিব শহীদুল্লাহ খানের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন