আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে। বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির প্রথম সাধারণ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
কমিটির চেয়ারম্যান রাশিদুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মৃণাল কান্তি দাস এমপির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য আরোমা দত্ত এমপি, ডা. নুজহাত চৌধুরী, শমী কায়সার, শাহেদ চৌধুরী, নাজমুল হক সৈকত প্রমুখ।