বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে মাদক সেবনের দায়ে দুই ব্যাক্তির ৬ মাসের সাজা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৫, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:\ দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে ৬ মাসের জেলসহ ৫০০ টাকা করে জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী। বুধবার (৪ জুন) দুপুর ১২টায় ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় এলাকার একটি পেট্রোল পাম্পের পিছনে মাদক সেবনের সময় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাজার একটি পটলাসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের মৃত শামীম আলমের ছেলে রাকিবুল ইসলাম শুভ (৩৪) এবং উপজেলার শীবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর দাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সামিদুল (৪৮)। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানাগেছে, বুধবার দুপুর ১২টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় এলাকার একটি পেট্রোল পাম্পের পিছনে ওই ব্যাক্তি মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুজনকে আটক করে কারাদন্ডসহ ৫০০ টাকা করে অর্থদÐ আদায় করেন। এসময় অভিযানে সহযোগিতা করেন ফুলবাড়ী থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রাকিবুল ইসলাম শুভকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সামিদুলকে ৬ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিব্বুল ইসলাম জানায়, মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের দিনাজপুর জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী জানান, মাদক সেবনের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি গাজার পটলাসহ মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। দুই ব্যাক্তিকে জরিমানাসহ মাদক আইনে সাজা প্রদান করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে। মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ

কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈল মাধবপুর কৃষকলীগ কমিটির পরিচিত সভা

রাণীশংকৈলে কৃষক লীগ সভাপতি ভাইসচেয়ারম‍্যান প্রার্থী

ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি

ঠাকুরগাঁওয়ে রোড বাজারের ৬.৫৫ একর খাস খতিয়ানভূক্ত জমি অবৈধ দখলদারদের হাতে, রাজস্ব হারাচ্ছে সরকার

পল্লীশ্রী’র আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠানে সদর ইউএনও পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল¯্রােতে আনছে

বীরগঞ্জে তিন দিবসে বেড়েছে ফুল বিক্রি

দৈনিক পূর্বাভাস-এর নতুন কার্যালয় উদ্বোধন