নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম কমানো, স্বল্প মুল্যে রেশনিং চালু, সার-তেল-গ্যাসের বর্ধিত মুল্য প্রত্যাহার, কৃষি পণ্যের লাভজনক দাম নির্ধারন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ অন্যান্য দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় কৃষক খেত মজুর সমিতির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতীয় কৃষক খেত মজুর সমিতির দাবী সপ্তাহ উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, জেলা কমিটির সভাপতি আক্তার আজিজ, সাধারন সম্পাদক শাহিন এবং কমিটির সাংগঠনিক সম্পাদক সঞ্জিব প্রসাদ জিতু প্রমুখ।