অবৈধ হেরোইন বহনকালে র্যাব-১৩ দিনাজপুরের হাতে আটক ১জন মাদক ব্যবসায়ী।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী থেকে দিনাজপুর অভিমুখে বাসযোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ হেরোইন নিয়ে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাবের একটি দল ৩ মে দুপুর থেকে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের বড়াইপুর গ্রামস্থ আমবাগান মোড় নির্মানাধীন জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে বাস তল্লাশী করতে থাকে। গত ৩ মে বিকাল আনুমানিক ৫টায় একটি বাস তল্লাশীকালে যাত্রীদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে গোপন তথ্য মতে যাত্রীর ছদ্দবেশ ধারণ করে থাকা আসামীকে তার পরিহিত লুঙ্গির ডান কোচা হতে ২০ গ্রাম হেরোইন সহ আসামী মোঃ নুরুল ইসলাম ওরফে সেন্টু (৫৫), পিতা- মৃত আব্দুল গফুর, সাং- বারইপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম ওরফে সেন্টু দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ছদ্দবেশ ধারণ করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে কৌশলে যাত্রীবেশ ধারণ করে সরবরাহ করে আসছে। ধৃত আসামী মোঃ নুরুল ইসলাম ওরফে সেন্টু এর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন ধরে অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ হেরোইনের ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।